দু কলম পড়াশোনা করে নিজেদের শিক্ষিত ভাবছে আবার বলছেও এবং জাহিরও করছে নিজেকে। কিন্তু শিক্ষা গ্রহণ করার পরে কি অজ্ঞানতা গ্রাস করে ফেলেছে? হতেও পারে কেননা মিথ্যা অবলম্বনে শিক্ষা গ্রহণ করলে সেটা অসম্ভব কিছু না। কি ধরনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে চারিদিকে? শিক্ষা অর্জনের পরে মিথ্যা আচরণ করে কি করে? শিক্ষার মধ্যে মিথ্যা শেখানো হচ্ছে কি? নিশ্চয়ই হচ্ছে না হলে চারিত্রিক গঠন এরকম বিকৃতি কেন? চারিদিকে দেখা যাচ্ছে শিক্ষিত মানুষগুলো মিথ্যা ছবি মূর্তি ব্যবহার করে ধর্মাচারণ করে বেড়াচ্ছে। তারা এটা ভালই জানে কল্পনা মাত্র মিথ্যা। দ্বিচারিতা কপটতা রন্ধে রন্ধে মিশে আছে সেটা প্রত্যক্ষ করা যাচ্ছে। মিথ্যা, প্রবঞ্জনা, দ্বিচারিতা করতে করতে মানব জন্মের নিকৃষ্ট ভাব তুলে ধরছে সমাজের বুকে। কোন মুখে সমাজের বুকে নিজের ছবি ছেড়ে যাচ্ছে? সত্য দেখছে, সত্য দেখছে, বারবার দেখছে। কিভাবে দেখছে দেখতে চাও? বিবেকের দিকে তাকাও দেখতে পাবে।
0 মন্তব্যসমূহ