নৈশ অধিবেশন




    ওঁং
                  ১৬ কার্তিক ১৪২৬ রবিবার ০৩ নভেম্বর ২০১৯
                                         তিথি শুক্ল সপ্তমী
                              ****একাগ্ৰতা গুণের ধ্যান****

যে গুণ দ্বারা একটি পদার্থ প্রথমে লক্ষ্য করা যায় বটে, কিন্তু হয়ত পরিশেষে অপর পদার্থেও মন যাইয়া থাকে,বা যে গুণ দ্বারা একটিমাত্র পদার্থ ‌অবলম্বন করিয়া মনঃ স্থির থাকে সুতরাং বাহ্যজ্ঞান শূন্য হ‌ওয়াতে অপর পদার্থে মনের গতি হয় না, কিংবা যে গুণ দ্বারা একটি পদার্থ প্রধান লক্ষ্য হয়, কিন্তু অন্যান্য পদার্থ ও অগোচর থাকে না, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে কদাচ লক্ষ্য- ভ্রষ্ট হ‌ইতে হয় না বটে কিন্তু আনুষঙ্গিক অন্যান্য বিষয় ও সম্পাদিত হয় , অথবা যে গুণ দ্বারা বহ্ন পদার্থ বা অনন্ত পদার্থ এক বলিয়া প্রতীয়মান হয়,তাহাকে একাগ্ৰতা কহে।
                              -ঈশ্বর গুরুনাথ