গুরুর আদেশ পালনেই মুক্তি।


   যিনি সৎপথ-প্রকৃত পথ--ঈশ্বররাজ্যে গমন করিবার পর প্রদর্শন করেন, যিনি জ্ঞানের বিমল আলোক প্রদান পূর্ব্বক মানস-তিমির বিদূরিত করিয়া অপূর্ব্ব রমণীয় জ্যোতিতে হৃদয়দেশ শোভিত করেন, যিনি সমস্ত সৃষ্টিজগতের মধ্যে সর্ব্বপ্রধান অবলম্বন, যিনি বিপৎকালে যেখানে থাকুন না কেন, উপস্থিত বিপদ হইতে উদ্ধারের উপায় প্রদর্শন করেন বা স্বয়ং মুক্ত করিয়া দেন এবং যাঁহার সুপবিত্র মুখোচ্চারিত পবিত্রতম মহামন্ত্র লাভ করিয়া ইহজীবন--অনন্তজীবনের দুঃখদাবদাহ দূরীভূত ও মানবজন্ম সফল হয়, সেই পরমপূজ্য--পরমারাধ্য মহাত্মা গুরুদেব ভক্তিভাজন।-ঈশ্বর গুরুনাথ। এইরূপ গুণসম্পন্ন গুরুদেবকে নিজের ভার অর্পণ করিতে পারিলেই পরম প্রাপ্তি ঘটে।