মহান জ্ঞান গুণ
যে মহান গুণের প্রভাবে মনুষ্য বিকাশ লাভের মাধ্যমে পরমোন্নতি ঘটাইয়া মহান মহান কার্য্য সিদ্ধি করিতেছে। যে গুণের প্রভাবে নানান আবিষ্কার করিয়া নতুন নতুন ভাবে নিজেদের বিকাশ লাভ হইতেছে। যে গুণে আমরা অন্ন, বাসস্থান ও কর্ম্মস্থানের মার্তা বাড়াইয়া নিজেদের সমৃদ্ধি করিতেছি। আধ্যাত্মিকতায় যে গুণ না হইলে আমরা প্রকৃত মনুষ্য হইতে পারি না, আবার মনুষ্য দেবত্বে পরিনত হয়, পুনরায় দেবত্ব আবার ঈশ্বরত্বে পরিনত হইতে পারি। যে গুণ না হইলে ঐ পরম গুণের মিলনের আনন্দ সম্মুখ ভাবে হইতে পারে না অতএব ঐ আনন্দ ধারায় প্লাবিত হইবার জন্য জ্ঞান গুণের প্রয়োজন। আসুন আমরা এই মহান জ্ঞান গুণে নিজেদের ডুবাই।
-আদিষ্ট নিরুপম।
