ওঁং
১৮ কার্ত্তিক ১৪২৬ মঙ্গলবার ০৫ নভেম্বর ২০১৯
তিথি শুক্ল অষ্টমী
****কৃপা গুণের ধ্যান****
যে গুণেতে বিভূষিত কৃতজ্ঞ আঁধার,তাহাই অরূপ গুণ কৃপা পারাবার /যে গুণে সকল শান্তি হয় প্রকাশিত,তাহই কৃপা গুণ ভূলোকে স্থিত/দুঃখময় সংসারে সুখের চন্দ্রে কৃপা,তাহা গুণ অপরূপ কৃপার দীপা/যে গুণের সহায় সর্ব্ব জীবন সাধন,কৃপা গুণ কণা/অন্ত হিন গুণ সিন্ধু বিরাজে আনয়,কৃপা লাভে বিকশিত উজ্জ্বল তনয়/যে গুণে শোভিত আত্ম শুদ্ধ অপরূপ, কৃপার মিলনে বদ্ধ আনন্দ স্বরূপ/অনন্ত গুণ রত্ন ভূষণে সাগর,কৃপা লাভে তৃপ্ত ধন দর্শনে তাপর।
-আদিষ্ট নিরুপম
