জ্ঞানদেবীর আরাধনা। Worship of the Goddess of Knowledge.


জ্ঞান দেবীর পূজা বলতে সাধারণত সরস্বতী দেবীকে বোঝায়। তিঁনি জ্ঞান গুণে একত্ব পেয়েছিলেন। কল্পনা দ্বারা তাঁর একটি কাল্পনিক মূর্তি বানিয়ে মিথ্যাচার এবং আমোদপ্রমোদ এ মেতে উঠলেই তাঁর পূজা করা হয় না উপরন্তু তাঁর যন্ত্রণার কারণ হতে হয়। 










পবিত্র না হলে জ্ঞান প্রবেশ করে না যা উপাসনা এবং সাধনা ব্যতীত লব্ধ করা অসম্ভব। সত্য ধর্ম্মের আবিষ্কর্তা ঈশ্বর গুরুনাথ তিঁনি জ্ঞান এবং প্রেম এর একত্ব আধার। গুরুদেব বলেছেন "গুরু ভিন্ন কাহারো পূজা করিও না" প্রয়োজনই নেই কারণ "দেবদেবী আছেন যত তাঁর কাছে সবে নত"। সত্য ধর্ম্ম গুরু হতে গেলে দেবতাদের চেয়ে অধিক গুণ অর্জন করতে হয়, কেবল দেবত্বই নয় ঈশ্বরত্ব লাভ করতে হয়।গুরুদেব নিত্য ব্রহ্মদর্শী। 


সরস্বতী দেবী যে পদ্ধতিতে জ্ঞান গুণকে অভ্যাস দ্বারা রপ্ত করেছিলেন, আমরাও যদি তেমন গুণী হতে সচেষ্ট হই তবেই তিঁনি সন্তুষ্ট হবেন। মিথ্যাচার করে জ্ঞান অর্জন হয় না। নরকেই যেতে হয়। গুরুদেব বলেছেন "অজ্ঞানতাই পাপের কারণ"- অপ্রিয় হলেও এটাই সত্য যে পৃথিবীতে কোটি কোটি মানুষ পূজার নামে সেই পাপকার্যই করছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ