নৈশ অধিবেশন






০৫ চৈত্র ১৪২৬ বৃহস্পতিবার 19 মার্চ 2020
                 তিথি শুক্ল দশমী




উপাসনার সময় ভাগ ।

শ্রেষ্ঠতাসূচক  সঙ্গীত  :১০মিনিট
নির্ব্বেদ-জনক সঙ্গীত :১০ মিনিট
মনের প্রতি :১০ মিনিট
গুনকীর্ত্তন :১:৩০মিনিট
স্বীয় পাপের উল্লেখ :৭ মিনিট
পাপ মুক্তিএবং গুণের জন্য প্রার্থনা :২০ মিনিট
ধ্যান :১০ মিনিট
কৃপাময় ও আনন্দময় স্তব :১০মিনিট
ধন্যবাদ ও প্রণাম :১৩ মিনিট।


    সকল সৎসতীগণকে একত্রিত হয়ে প্রার্থনা করার আহ্বান জানাই, এই মহামারীর দিনে । আজ অন্তত উপাসনা একসময় করতে পারলে ভালো হয়। সকলে রাত ১২.৪৫ মিনিটে প্রার্থনার সময় বলা হচ্ছে সকলে একযোগে প্রার্থনায় অংশগ্রহণ করতে পারলে ভালো হয়। যারা অসমর্থ তারা তাদের সময়মতো করে নিতে পারে।


গুরু আহ্বান ও গুরু ধন্যবাদ এবং প্রণাম উপাসনার সময় থেকে আলাদা হবে।










      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ