২৫ অগ্ৰহায়ণ ১৪২৬ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০১৯
তিথি পূর্ণিমা
যে গুণ মনের সুখ সহকারে আত্ম প্রসাদে তৃপ্ত তাহাকেই আনন্দ কহে।যে গুণে অপরের সুখ বৃদ্ধি করে এবং জীবন মধুময় ও অমৃতময় গুণের ছোঁয়ায় অভিনব রসে সিক্ত হয় তাহাকেই আনন্দ গুণ কহে।যে গুণ অপরের মনে খুশি প্রদান করে ও নিজেরও গুণ বৃদ্ধি করে;তাহাই আনন্দ রূপে, মোদের সর্ম্মুখ্যে দৃশ্যমান।যে গুণ ,দুঃখকে সুখানুভূতি পরশে উদ্ভাসিত করে তাহাকেই আনন্দ কহে।যে প্রেমের পরশে আকর্ষিত হয়ে অন্তরে তাহাকেই আনন্দ গুণ কহে।
-- আদিষ্ট নিরুপম


0 মন্তব্যসমূহ