সত্য যাঁহার জীবন ব্রত।



      "....সত্য যাঁহার জীবন ব্রত সত্যে গড়া প্রাণ,
        তাঁকে ছেড়ে হয় কি কভু সত্যের জয়গান।"
                                                 -- কবি নিশিকান্ত সরকার।

     সত্যধর্ম্ম আবিষ্কারক ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত (কবিরত্ন)।

     সত্য স্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত ধর্ম্মের সন্ধান আমরা লাভ করিয়াছি। আমাদের মতো পাপী তাপী অধমের উদ্ধারের নিমিত্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ পূর্ব্বক কঠোর সাধনায় নিমগ্নের মাধ্যমে এই অমূল্য মহা রত্ন প্রদান করিলেন। 

     গুরুর সম্মান শিষ্যের হাতে অতএব আমাদের একমাত্র কর্ত্তব্য এই যে, উন্নতির মাধ্যমে গুরুকে ভক্তি অর্ঘ্য প্রদান করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ