২৩ অগ্ৰহায়ণ ১৪২৬ মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০১৯
তিথি শুক্ল ত্রয়োদশী
পাপহীন অবস্থাকে পবিত্রতা বলে; সমদর্শনাদিতে সুসিদ্ধ সাধক পাপ ত্যাগ করিয়া শুধু পুণ্য সঞ্চয় করিতে সমর্থ হয়। এবং সমস্ত প্রকার মুক্তিতেই পবিত্রতা গুণ জন্মে যেমন ভববন্ধ হ'তে ত্রিবিধ কলুষ, ষড়বিধ বিষয় হ'তে আর অষ্টপাশে মুক্ত হইয়া পরমপিতার দর্শন এবং নিত্য দর্শনের পর প্রকৃত ভাবে হইতে পারে পবিত্রতা গুণ।

