গুণ কীর্ত্তন মহামন্ত্র।



     নিজ পাপের জন্য পরমপিতার কাছে গুণ কীর্ত্তন।

      একটু অনুধাবন করতে অনুরোধ করিতেছি যে, এই কীর্ত্তনটি নিজ পাপের জন্য। যাহারা সত্য বুঝিতে পারেন তাহারা এই সুমহান কীর্ত্তন অন্তর হইতে অন্তরস্থল পর্যন্ত ব্যাকুলতা সহকারে করিতে পারেন।

     নিজ নিজ পাপের কথা বলিয়া নাচা যায় কি? নিশ্চয়ই না। নিত্য আছে বলিয়া কি সকলে নাচে? এই নিত্য অর্থ কালের অতীত যিনি। আর নৃত্য অর্থ নাচ। পাপ হইতে মুক্ত হইতেই যদি আরও পাপে পড়িতে হয় তাহা কি করিয়া চলে? আশাকরি সকলার একটু চেতনার উদয় হইবে।