নৈশ অধিবেশন





                                         ওঁং
              ২১ কার্ত্তিক ১৪২৬ শুক্রবার ৮ নভেম্বর ২০১৯
                             তিথি শুক্ল একাদশী
                    ****নিরাময় গুণের ধ্যান****
যে গুণে অষ্টপাশ ষড়রিপু দমন পূর্ব্বক উন্নত কার্য্য  সিদ্ধি হয় তাহাকেই নিরাময় গুণ কহে।যে গুণের প্রভাবে ত্রিবিধ রোগ যথা আধ্যাত্মিক , মানষিক ও শারীরিক হ‌ইতে মুক্তি লাভ  হয় তাহাকেই নিরাময় গুণ কহে। যে গুণ অনন্ত গুণের আত্মসহায়ক রূপে চির বিরাজমান তাহাকেই নিরাময় গুণ কহে ।যে গুণ ঐ পরম গুণের ভাজনের দুঃখ নিবৃত্তি করা তথা সুখ বৃদ্ধি করাই মূল মন্ত্র তাহাকে নিরাময়  গুণ কহে । যে গুণ লাভ করিলে আনন্দে আত্মহারা হ‌ইয়া চির মধুময় ও অমৃতময় প্রাপ্তি ঘটে তাহাকে নিরাময় গুণ কহে।
                                               -আদিষ্ট নিরুপম