-ঃ- 🍁 আনন্দ গুণ 🍁 -ঃ-
আনন্দের ধারা বসে বিশ্বচরাচর
তুমি হে আনন্দময়, নিত্য শুভকর।
সৃষ্টির আপন খেলা ভব শান্তিময়
অনন্ত প্রেমের ধারা রসানন্দময়।
অনাদি ও আদি তুমি হে সুমহান
সত্য সনাতন তুমি আনন্দ নিদান।
নিত্য অমৃত ছন্দে পালিছ ভূবন
ব্রহ্মাণ্ড সুন্দর তুমি আনন্দ মোহন।
অনন্ত অনন্ত গুণী জ্ঞানানন্দময়
গুণাকর্ষনে নাথ চিদানন্দময়।
জলতরঙ্গ ধ্বনিবহ আনন্দময়
বিহঙ্গ কুজনে নাথ সুরানন্দময়।
ভূবন ভরিল যে সুমধুর রবে
আনন্দ লহরী তব ছুটিতে ভবে।
আনন্দময়ী তুমি ওহে শুভঙ্কর
শুদ্ধ জ্যোতির্ময়, শান্ত দীপঙ্কর।
পালিত নন্দিছ তুমি ওহে শান্তিময়
সকলের রক্ষক তুমি আনন্দ আশ্রয়।
প্রেমাভেদে করেছ ব্রহ্মাণ্ড রচিত
মনিকাঞ্চন-সুখ রেখেছ খোচিত।
নিত্য নিরঞ্জন তুমি আনন্দ দায়ক
বিপদ ভঞ্জন প্রভু নিখিল রক্ষক।
প্রেম বরিষণে নাথ শান্তি সুশীতল
অতুল আনন্দ ধারা ভরে ভূমিজল।
সর্ব্বত্র আন্দোলিত আনন্দ লহরী
হৃদানন্দ কারি তুমি হৃদয় বিহারী।
অমৃত সুন্দর বিভু আনন্দের ধাম
সুধানন্দ কারি তুমি নাথ প্রাণায়াম।
পিতা-মাতা তুমি নাথ স্নেহানন্দময়
পালিত নন্দিত তুমি সর্ব্বানন্দময়।
নিত্যানন্দকারি তুমি পূর্ণানন্দময়
ওঁংকার ধ্বনিত হয় সর্ব্ব বিশ্বময়।
অভেদানন্দ-ময়ি তুমি জ্ঞান-শতদল
প্রাণানন্দময় তুমি প্রেম সুশীতল।
ব্রহ্মানন্দ-ময়ি তুমি ওহে সর্ব্বস্বামী
পাপবিনাশিনী, তুমি প্রভু অন্তর্য্যামী।
গুণানন্দ কারি তুমি ওহে গুণময়
গুণে কর মোরে পিতঃ নিত্য সদয়।
আনন্দে রাখ মোরে ওহে বিশ্বেশ্বর
প্রণমি তোমারে নাথ হে প্রাণেশ্বর। -
------
------
-আদিষ্ট নিরুপম।
