ওঁং
১৯ কার্ত্তিক ১৪২৬ বুধবার ০৬ নভেম্বর ২০১৯
তিথি শুক্ল নবমী
****জ্ঞান গুণের ধ্যান****
যে গুণে মনের বিকাশ লাভ হয় ও সুখ বৃদ্ধি করে এবং আনন্দ রসময়ের উদয় হয় তাহাকেই জ্ঞান কহে।যে গুণের প্রভাবে অপরের মনে ক্ষুদ্রতা দুরিভূত হইয়া পরম সুখ লাভে চরিতার্থ করিতে পারি তাহাকেই জ্ঞান কহে।যে গুণ ঐ পরম গুণ লাভের নিদান তাহাকেই জ্ঞান কহে।যে পরম ধন লভিতে প্রেম দৃষ্ট হয় , অনায়াসে তাহা জ্ঞান মিষ্ট কহে।
- আদিষ্ট নিরুপম
