গুরু চির জাগ্রত।



    যিনি স্বার্থ পরিত্যাগ-পূর্ব্বক তোমাদের হিতব্রতে ব্রতী হইয়াছেন, যিনি স্বীয় অমূল্য সময় তোমাদিগের জন্য ব্যয়িত করিতেছেন, যিনি তোমাদিগের দুঃখ-দারিদ্র্য নিবারণার্থে স্বয়ং দুঃখ-দারিদ্র্য ভোগ করিতেছেন, যিনি তোমাদিগের পাপতাপ-হরণার্থে বহু সময় সন্তাপ ভোগ করিয়া থাকেন, এবং যিনি তোমাদিগের নিক কিছুই চাহেন না, কেবল তোমাদিগের উন্নতি, আরোগ্য, সৌভাগ্য দর্শন করিয়াই পরম সন্তোষলাভ করেন সেই স্বার্থলেশবিভর্জিত, নিস্পৃহ, শান্তচিত্ত, ব্রহ্মদর্শী মহাপুরুষ যে মানবমাত্রেরই ভক্তিভাজন, তাহাতে অনুমাত্র সন্দেহ নেই।