নৈশ অধিবেশন



                                         

ওঁং
১৭ কার্ত্তিক ১৪২৬ সোমবার ০৪ নভেম্বর ২০১৯ 
তিথি শুক্ল অষ্টমী
   ****ভক্তি গুণের ধ্যান****
 ‌
          ভক্তি কোমল মিশ্র গুণ। প্রেমের হীনতাকে বা প্রেমের সীমাবদ্ধ ভাবকে ভক্তি কহে। যে গুণ দ্বারা উপকারী বা আপন অপেক্ষা উন্নত মহাত্মার প্রতি কৃতজ্ঞতা সহকারে মন আকৃষ্ট হয়,যে গুণ দ্বারা সুখে সুখ, দুঃখে দুঃখ ইত্যাদি ভাব সকল "ইনি আমা অপেক্ষা উন্নত"এই জ্ঞান সহকারে সীমাবদ্ধ ভাবে উপস্থিত হয় ,যে গুণে ঐ গুণের ভাজনের দুঃখ নিবৃত্তি ও সুখ বৃদ্ধি করা জীবনের মহাব্রত বলিয়া প্রতীয়মান হয়,ফলতঃ ,যে গুণ দ্বারা প্রেম প্রবন্ধে প্রেমের যে সকল লক্ষণ নির্দিষ্ট হ‌ইয়াছে ,তৎসমুদয়ের অধিকাংশ অপেক্ষাকৃত অল্পতর ভাবে  উপস্থিত হয়, তাহাকে ভক্তি কহে। অথবা , নিজের  স্বার্থের জন্য নির্ভরতা বা নির্ভরতার অঙ্কুর হ্নদয়ে উদিত হ‌ইয়া অন্যের প্রতি যে আসক্তি বা অনুরাগ উৎপাদন করে তাহাকে ভক্তি কহে। মূলকথা, ভয়ে ভয়ে ভালোবাসা কে ভক্তি কহে।
                                                                                                      -ঈশ্বর গুরুনাথ