ওঁং
১২অগ্ৰহায়ণ১৪২৬ শুক্রবার ২৯ নভেম্বর ২০১৯
১২অগ্ৰহায়ণ১৪২৬ শুক্রবার ২৯ নভেম্বর ২০১৯
তিথি শুক্ল তৃতীয়া
**** শান্তি গুণের ধ্যান ****
যে গুণ কোমল শান্ত রূপে সদা বিরাজিত,তাহাই দিশ্যমান পূর্ণ প্রকাশিত/যে গুণে ক্রোধ-দগ্ধ প্রশান্তি ঘটায় ,তাহাই শান্তি গুণ কথিত ধরায়/যে গুণ-কুসুমে অশান্ত চিত্ত হয় শান্তে পরিণত ,তাহাই শান্তি গুণ ভূতলে ভূষিত/ যে গুণে প্লাবিত ধারা শান্তি অনির্ব্বার ,তাহা হতে ক্রোধ -জড়া মুক্ত সবাকার /যে গুণ অনন্ত সুখে পূর্ণ-বিভূষিত ,তাহাই কাম্য সদা শান্তি নিরপিত/ যে গুণের দর্শনে হয় তৃপ্ত সমুদয় ,তাহা শুভ অপরূপ শান্তির নিলয় /যে গুণের মূলে রয় প্রীতি-ইচ্ছা সার,তাহা হতে শান্তি গুণ বর্শীত আর/অনন্ত গুণরাশি দর্শনেরও পরে,কৃতজ্ঞ শান্তি গুণ প্রসন্ন অন্তরে।
-আদিষ্ট নিরুপম

