নৈশ অধিবেশন

       

১১ অগ্ৰহায়ণ ১৪২৬ বৃহস্পতিবার ২৯ নভেম্বর ২০১৯                                             তিথি শুক্ল দ্বিতীয়া 
                 ****অমৃত গুণের ধ্যান****                     

যে গুণে অনন্ত প্রেম সুধা আস্বাদনে তৃপ্ত হ‌ইতে পারি তাহাকেই অমৃত কহে ।যে মধু অনন্ত ভাব সাগরে ভাসিবার নিমিত্ত পরম প্রাপ্তিকে অমৃত কহে।যে গুণে গুণান্বিত হ‌ইয়া পরম প্রাপ্তি ঘটে তাহাকেই অমৃত কহে।যে গুণ দুঃখকে সুখে পরিণত করিয়া পরম সুধা রসে রসসিক্ত হ‌ওয়াকেই অমৃত কহে ।অনন্ত প্রেম মধু তরঙ্গের নাম‌ই অমৃত কহে ।যে গুণে মোহিত হ‌ইয়া অফুরন্ত প্রেম বন্দনায় মগ্ন রূপকেই অমৃত কহে ।                                 আদিষ্ট নিরুপম