ওঁং
২৪ কার্ত্তিক ১৪২৬ সোমবার ১১ নভেম্বর ২০১৯
তিথি শুক্ল চতুর্দশী
****নির্ম্মল গুণের ধ্যান****
যে গুণ কোমল রূপে বিরাজমান ও সদা সর্ব্বদা প্রকাশ্যমান তাহাই নির্ম্মল ;যে সকল অশান্তি নাশে পরম শান্ত স্বভাবে কার্য্য সিদ্ধ হয় এবং ধৈর্য্য গুণেই মূল অবস্থান ;যেগুণ দর্শনে তীব্রমনে চঞ্চলচিত্ত প্রশমিত রূপ ধারণ করে ;যে গুণে ঐ গুণের ভাজনের অভেদ ভাব বর্ধন করে ও অভিনব আনন্দ রসময় ভাবের উদয়।যে গুণে অনন্ত সুখ বৃদ্ধি জীবনের মহাব্রত বলিয়া প্রতীয়মান হয় তাহাকেই নির্ম্মল গুণ কহে।যে গুণের স্মরণে দোষলেশ শূন্য প্রতীয়মান হয় এবং যে গুণের প্রভাবে মনের কলুষকালিমা দুরিভূত করিয়া বিমল আত্মপ্রসাদ লাভে ভূষিত হয়, তাহাকেই নির্ম্মল গুণ কহে।
-আদিষ্ট নিরুপম

