সত্যই সুন্দর, সত্য হইতে শ্রেষ্ঠ নাই।


    সত্যধর্ম্ম কাহাকে কহে ?


     যে ধর্ম্ম সত্য অর্থাৎ নিত্যকাল-অনন্তকাল বিদ্যমান ছিল, আছে ও থাকিবে; যে ধর্ম্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয়সমূহে পরিপূর্ণ; যে ধর্ম্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত এবং যে ধর্ম্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাহাকেই সত্যধর্ম্ম কহে।

     যেহেতু ইহাই প্রকৃত ধর্ম্ম, তাই ইহার নাম সত্যধর্ম্ম। সৎ ব্যক্তিগত এই ধর্ম্ম অবলম্বী।

      যে ধর্ম্ম, বিশ্বের সৃষ্টিকাল হইতে জগতে বিদ্যমান, যে ধর্ম্ম নিত্য এখন হইতে অনন্তকাল পূর্ব্বে ছিল, বর্তমানে আছে এবং পরেও অনন্তকাল থাকবে। যে ধর্ম্ম প্রকৃত বিষয়-সমূহে পরিপূর্ণ, যে ধর্ম্ম অনাদি অনন্ত সত্যস্বরূপ পরমপিতার (একমাত্র) অভিমত, তাহাই জগতে সত্যধর্ম্ম বলিয়া কথিত। যে ধর্ম্ম, ইহলোকে ও পরলোকে, অসৎ ব্যক্তিগণকে সৎ, সুচিত্ত এবং পাপ সাগর হইতে মুক্ত করিয়াছে, করিতেছে ও করিবে, সেই ধর্ম্ম, জগতে সত্যধর্ম্ম নামে প্রসিদ্ধ।