জন্মোৎসব হচ্ছে তিথি অনুযায়ী পঞ্জিকা ব্যাবহার করুন।



     সকল সত্যধর্ম্মীদের মদনগুপ্তের পঞ্জিকা ব্যবহার করা উচিৎ কেননা ঐ স্থানে তিথি অনুরূপ গুরুদেবের ছবি ব্যাবহার করিয়া বাহির হয়। গুরুদেব তিথিকে সর্ব্বাপেক্ষা প্রশস্থ বলেছেন। আমাদের উচিৎ গুরুবাক্যে অবিচল থাকা। সত্যধর্ম্মীদের উৎকৃষ্ট কার্য্য অবলম্বন করিতে বলিয়াছেন, কেননা আমরা সত্যস্বরূপের সন্তান।