জ্ঞানস্য প্রেম্নঃ করুণা কৃপাদে-র্ভক্তে র্দয়ায়াঃ সমদর্শনস্য।
বিশ্বাস-সারল্য মহত্তমত্ব-ক্ষুধা তৃষ্ণা স্বপ্নবিহীনতানাং।।
অর্থাৎ-
জ্ঞান, প্রেম, ভক্তি, দয়া, কৃপাদি, করুণা,
সম-দরশন, আর বিশ্বাস ঋজুতা,
মহাত্মতা নির্ভরতা, অভেদবেদনা,
ক্ষুধাহীন-তৃষ্ণা হীন-নিদ্রারহিততা।
-ঈশ্বর গুরুনাথ।
সমদর্শন সাধনায় সিদ্ধ হইলেই সমস্ত সাধনা অনায়াসে সিদ্ধ হইতে পারিবে। তাহা না হইলে কোনও সাধনাই সম্মূখ ভাবে সিদ্ধ হইবার ধারণাও পর্যন্ত হয় না এবং যে সাধনা করিতে যায় তাহা বিফল হয়। সমদর্শন সাধনা সমস্ত সাধনার মূখ্য দিক বা মূখ্য দুয়ার, উহা ভেদিতে পারিলেই অনায়াসে উত্তীর্ণ হইতে পারে। যোগ সাধনা, মন্ত্র সাধনা ও গুণ সাধনা যে সাধনাই হোক না কেন সমদর্শন সাধনা করিয়াই শুভারম্ভ করিতে হয়। সমদর্শন সাধনা গুরু ভক্তির নামন্তর অর্থাৎ গুরুভাবময় গুরু জীবনের সব তিনি যাহা বলিবেন তাহা অম্লান বদনে প্রফুল্ল মুখে মানিয়া লইয়া অগ্রসর হইলেই কার্য্য সিদ্ধি হয়।
-আদিষ্ট নিরুপম।
-আদিষ্ট নিরুপম।
