
৯ই কার্ত্তিক ১৪২৬ রবিবার ইং ২৭শে অক্টোবর ২০১৯
আজ অমাবস্যা পরলোকগতদিগের নিমিত্তে প্রার্থনা।
ক্রমোন্নতি গুণের ধ্যান-
যে গুণ অঙ্কুর হইতে বৃদ্ধি হইয়া উন্নতি লাভে সিদ্ধ প্রাপ্ত হয় তাঁহাকে ক্রমোন্নতি গুণ কহে। যে গুণ মনুষ্য জন্মের স্বার্থকতা সম্পাদন হয় তাহাকেই ক্রমোন্নতি গুণ কহে। যে গুণ অনন্ত গুণ সিদ্ধির সহায়ক রূপে চির বিরাজমান তাঁহাকে ক্রমোন্নতি গুণ কহে। যে গুণে জড় জগৎ, উদ্ভিদ জগৎ ও প্রাণি জগৎ সদা কার্য্যে উদ্ভাসিত তাহাকে ক্রমোন্নতি গুণ কহে। যে গুণ ধারণে সদাসর্ব্বদা সতেজ ভাব ও জীবনের চির সম্বল বলিয়া অঙ্গীকার করা যায় তাহাকে ক্রমোন্নতি গুণ কহে। যে গুণে ঐ পরম গুণের ভাজনের দোষ গুণে আসিয়া পড়ে, দোষ দেখিতে বাসনা হয় না কেবলি গুণী লক্ষ্য হয় তাহাকেই ক্রমোন্নতি গুণ কহে।
-আদিষ্ট নিরুপম
0 মন্তব্যসমূহ