কৃপা গুণ।



কৃপা গুণেতে তুমি সৃষ্টির সহায়,
দেখাইলে অপরূপ জীবন ধারায়।
কি শুভরূপ দৃষ্টি দিলে তুলনা যে নাই,
কৃপা গুণেতে মোরা দেখিতে পাই।
অনন্ত কৃপা গুণে শোভিত হয়,
শোতাময় এ ভূবনে নিয়োজিত রয়।

                                                     -আদিষ্ট নিরুপম।