গুরু বরণ সম্বন্ধে ঈশ্বর গুরুনাথ ।



গুরু বরণের মাধ্যমেই আত্মমঙ্গল সাধিত হয়। অতএব গুরুকে অন্তর সংসার ও বহিঃসংসারের সার করিতে পারিলে মানব জন্মের স্বার্থকতা সম্পাদন করা হয়।  দীক্ষা নিয়ম পূর্ব্বক কৃত হইতে পারিলে এবং গুরু বাক্যে অটল হইয়া নিয়মিত কমপক্ষে তিন ঘন্টা উপাসনা করিতে পারিলে ১৫দিন হইতে একমাসের মধ্যেই দেব-দেবীর দর্শন সম্ভব হইতে পারে।