ধ্যানহীন তুমি কেন ?


 তাঁর ধ্যানে কেন রত, না হইছে মম মন?
রজনীর আগমনে নিস্তব্ধ এখন ভূবন।

অনন্ত অনন্ত অনন্ত গুণময় হতে রচিত সেই গুণের চিন্তায় কেন থাকে না আমার মন? পৃথিবী অন্ধকার হয়ে আছে কোনও শব্দ নেই তাতে।

কি কব অন্যের কথা, ধ্যানে মগ্ন তরুলতা,
পশু পাখি কীট তথা, ধ্যান হীন তুমি কেন?

কি বলব আর এক জনের কথা, যেখানে চিন্তায় মগ্ন তরুলতা পশু পাখি কীট সেখানে তুমি চিন্তাহীন হয়ে আছে কেন?

তাই চিন্তা পরিহরি, ভজরে সে দয়াল হরি,
নিখিল পাপতাপহারী, শান্তি-সুধা যাঁর দান।।

তাই রক্ষাকর্তার গুণকীর্তন কর তিনি দয়া করে সকল পাপতাপ হরণ করে শান্তি ও আনন্দ সবি তিনি দান করবেন।

মূল কথা- আমাকে রচিত করেছেন গুণময়, আমি সেই গুণের কথা চিন্তা করছি না। ঘোর পাপের অন্ধকারে ডুবে আছি এই পৃথিবীর অধিবাসী হয়ে। কেননা মানব জাতি মিথ্যা ধর্ম্ম সাধনার অন্ধকারে ডুবে আছে। তাদের গুণের সাড়া শব্দ নেই। সবার কথা কি বলব চারিদিকে দেখতে পাচ্ছি পশু পাখি তরুলতা কীট পতঙ্গ সবাই গুণের কাজ করে যাচ্ছে তাহলে তোমরা কেন গুণকীর্তন অর্থাৎ গুণের চিন্তা করছ না? তাই রক্ষাকর্তার গুণকীর্তন করে সমস্ত পাপ তাপ দূর করে আনন্দ শান্তিতে থাক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ