আমি জড়ভাবে,ত্যজিবারে ভবে,
বিভো কি এভাবে পারিব কখন?
দেহে আত্মজ্ঞান,যত করি হান,
ততই অজ্ঞান করে আক্রমণ।
"আমি জড় নই, সচেতন হই"
কত ভাবি তবু চেতনা ত নাই
দেহে আত্ম বোধ তবু যায় কই?
কৃপা কর দাসে প্রকাশি এখন।
তুমি জ্ঞানানন্দ, আমি জ্ঞান-অন্ধ,
শক্তি গুণে মন্দ, আছি নিরানন্দ,
মায়া ঘোরে ধন্দ, কাটা'য়ে স্বচ্ছন্দ,
কর মুক্ত বন্ধ বন্দ্য নিরঞ্জন!
আপনার করে ধন মান ধ'রে
কাতর কিঙ্করে ধর নিজ করে,
রবিসুত করে, যেন নাহি পড়ে
না হেরে তোমারে, ওহে সনাতন।
গুরু বলে ওরে, মোহ ত্যজিবারে,
চাহিলে, স্বশিরে বহ অনিবারে
পাদ অরবিন্দে গুরুর আনন্দে
পূজহ ত্রিসন্ধ্যে মোহ যাবে মন।
না পাইলে সারে পাবে সারাৎসারে,
অসার সংসারে বিনা ক্রম হারে,
ব্রহ্মাদির অধিক সার গুর হেরে,
তবে সারাৎসারে করিবে দর্শন।।
---কবিরত্ন ঈশ্বর গুরুনাথ।
0 মন্তব্যসমূহ