সত্যধর্ম্ম লাভ সহজ।


 
দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মে পিতা গুরু, মাতা বাহ্য জগতের অভিজ্ঞতা।জন্মের পর থেকে আমাদের যে যে সম্পর্ক তৈরি হয় তা গুরু কৃপা। কর্মের ফলে আমরা সুখ এবং দুঃখ ভোগ করি। গুণের অভাবে আত্মা বহু কষ্ট ভোগ করে। গুণের অভ্যাস দ্বারা আত্মাকে গুনী তৈরি করা গুরুর উদ্দেশ্য। এই নিয়ম অনুযায়ী আমাদের সব সুখের মধ্যে গুরুর আশির্ব্বাদ থাকে। গুরু হতে গেলে বহু গুণ অর্জন করতে হয়। গুণ অর্জনের ফলে পরমেশ্বরের থেকে তিনি বেশ কিছু শক্তির অধিকারী হন।পার্থিব এবং আধ্যাত্মিক সকল প্রকার বিপদ থেকে তিনি রক্ষা করেন। গুরুর আধ্যাত্মিক শক্তি থাকতে হয় সেই শক্তি ব্যবহার করে তিনি দূরে থেকে শিষ্যের গতিবিধি দেখতে পাওয়া,দূরের শব্দ শুনতে পাওয়া,রোগ সারিয়ে দেওয়া,আয়ু দিয়ে বাঁচিয়ে রাখা ইত্যাদি নানাবিধ সমস্যার সমাধান করেন। যে যে কারনে আমরা দুঃখ পাই সেই সব পাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাব এই কৌশল গুরু শেখান। এখানে একমাত্র সত্যধর্ম্ম সত্যধর্ম্মের গুরুর কথা বলছি। সত্যধর্ম্ম সত্যধর্ম্মের নিয়ম অনুযায়ী গুরু হতে গেলে ওই সকল গুণ এবং গুণের ফল হিসেবে ওই শক্তিগুলো অর্জন করতে হবে। সুখের চরম পরমেশ্বর কে দেখা। গুরু হতে গেলে পরমেশ্বরের দর্শন লাভ করতেই হবে। তাই গুরু খুব ভালো করে জানেন আমাদের কোন বিষয়ে মঙ্গল এবং কোন বিষয়ে অমঙ্গল। কারন তিনি এই বিষয়ে দক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ