আমন্ত্রণ পত্র


 ১২৭ তম মিলনোৎসব ও গুরু তিরোধান উপলক্ষে দুদিনের মহামিলনোৎসবে আমন্ত্রণ জানাই। মানব জন্ম স্বার্থকতা সম্পাদনের নিমিত্ত নিরাকার পরমপিতার উপাসনায় রত হব। সকলকে সাদরে আহ্বান জানাই। উৎসব ক্ষেত্র শিক্ষা কেন্দ্র সুতরাং প্রতিটি নিয়ম উৎসবে থাকা আবশ্যক। আমাদের উৎসবে প্রতিদিন তিনঘন্টা করিয়া চারটি উপাসনা এবং ত্রিসন্ধ্যা গুরু পূজা হইয়া থাকে। আমাদের প্রতিটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হইয়া থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ