ধর্ম্ম বিষয়ের আদেশ মিলিটারী ডিপার্টমেন্টের আদেশের ন্যায়।


 

  গুরু বাক্য লঙ্ঘনই পাপ। গুরু যখন যাহা বলেন তখনি তাহা করিতে হয় বিচার করিতে নাই। বিচার করিলেই পতন। লোকে যাহাকে পাপ বলে গুরু যদি তাহা করিতে বলেন এবং লোকে যাহাকে পবিত্র কার্য্য বলে গুরু যদি তাহা নিষেধ করেন তখনি তাহা অম্লান বদনে প্রফুল্ল মুখে করিতে হয় উহাতে দোষ গুণ বিচার করিতে নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ