সমদর্শন সাধনার ফল।


  .    গুণসাধনা, মন্ত্রসাধনা ও যোগসাধনার শুরুতেই সমদর্শন  সাধনায় সিদ্ধ হইতে হয়। সত্যধর্ম্মে গুণসাধনাই প্রধান সুতরাং সমদর্শন সাধনায় সিদ্ধ না হইলে উন্নতি অসম্ভব। সাধন জীবনের প্রথম সোপান অর্থাৎ প্রথম সিঁড়ি সমদর্শন সাধনা সুতরাং উহা অতিক্রম করিতে না পারিলে উন্নতি কিছুতেই সম্ভব নহে।


    এই সাধনায় সিদ্ধি লাভ করিলে যে মহান রত্ন লাভে সমর্থ হয় তাহা গুরুদেব গুরুগীতায় লিপিবদ্ধ করিয়া গিয়াছেন।


   সাধক এই সাধনা অতি সহজেই সিদ্ধ হইতে পারেন। যদি সৎগুরুর স্মরণাপন্ন হইয়া তাঁহার বাক্য অক্ষরে অক্ষরে পালন করিতে সমর্থ হন তাহা হইলেই সিদ্ধ হইতে পারিবে।


    আশাকরি এই মহান প্রথম সাধনায় যাহারা সিদ্ধ হইয়াছেন তাহাদের এই সামান্য গুণ সমূহ নিশ্চয়ই দেখিতে পাইবেন?? 


     কেহ যদি বলেন দেবদেবীর সহিত কথপকথন হয় তাহা হইলে বুঝিতে হইবে আত্মাকর্ষণের সমস্ত গুণ তাহার আছে। কেননা আত্মাকর্ষণের গুণ হইতে বহু উন্নত অবস্থা আত্মদর্শন ও আত্মোনুভূতি। সুতরাং সকলে গল্প কথায় ভূলিবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ