আদর্শ সন্তান কেমনে হয়? প্রতিটি সংসার মন্দিরে পরিনত কেমনে হয়?


 

    গুরুদেব লিখিয়াছেন যেখানে পরমপিতার গুণকীর্ত্তন হয় সে স্থান তির্থ ভূমিতে পরিণত হয় সুতরাং সত্যধর্ম্ম অবলম্বনকারীদের প্রতিটি গৃহ মন্দিরে পরিনত হওয়া কর্ত্তব্য। গুরুবাক্য অবলম্বনে চলিতে পারিলে অনায়াসেই এই পবিত্র কার্য্য সম্ভব।


     ভয়ে ভয়ে ভালবাসাকে ভক্তি কহে। অতএব আত্মন্নতির জন্য পার্থিব ভাবে প্রতিদিন ত্রিসন্ধ্যা গুরু পূজা করিয়া পার্থিব  মোহ দূর করিতে পারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ