. ধর্ম্মের নাম সত্য সুতরাং সত্য অবলম্বনেই গুণ প্রাপ্তি সম্ভব। কর্ম্ম করিয়াই ফল প্রাপ্ত হয়। সত্য অবলম্বনে প্রকৃত শান্তি, সত্য অবলম্বনকারীগণ আবিস্কারক হইয়া সমাজের মঙ্গল সাধন করিতেছেন এবং তাঁহাদেরই ইতিহাস মনে রাখিবে।
গুরুদেবের মহান বানি "প্রানান্তেও মিথ্যা বলিবে না। মিথ্যা মাত্রই পাপস্পর্শ হয় জানিবে।" সুতরাং আমাদের আচরণ কেমন হওয়া প্রয়োজন?
এই ধর্ম্ম আত্মোন্নতির জন্যই অতএব সত্যনিষ্ঠ না হইলে কিছুই সম্ভব নহে।
অষ্টপাশ ষড়রিপুর বশীভূত হইলে উন্নতি সুদূর পরাহত। যাহারা লোভের বশীভূত হইয়া আধিপত্য কায়েম করিতে উদ্যত হয় তাহারা সমাজের কলঙ্ক হইয়া দিন যাপন করে। ছলনা দ্বারা মহত কার্য্য হয় না।
সাধক পাখির দুইটী ডানা একটী উপাসনা আর একটী সাধনা। সারাদিন উপাসনা করিলেও কোনও ফল হয় না যদি না সে সাধনায় মনোনিবেশ করে। সাধনার বিরাম নাই উপাসনার সময় নির্ধারণ সম্ভব। দেখা যায় সাধনা উপাসনাকে আকর্ষণ করে কিন্তু উপাসনা সাধনাকে তেমন আকর্ষিত করে না কারণ উপাসনা করিল কিন্তু যদি দেখা যায় সে কায়ে, মনে ও বাক্যে সত্য রক্ষা করিতে পারিলেন না তখন উপাসনা বৃথা হইয়া যায়।
যাহারা কায়ে, মনে ও বাক্যে সত্যনিষ্ঠা পালন করিতে সমর্থ তাহারাই সত্যধর্ম্মী অর্থাৎ সত্যেষ্ট (সত্য অবলম্বন করিয়া যিনি ইষ্ট সাধনায় রত)। সত্য অবলম্বনকারী কখনও ভিত হন না সে নির্ভীক। সত্য জীবনের মূল মন্ত্র করিয়া চলিতে হয় তাহা হইলেই আদর্শ প্রতিফলিত হয়।
সত্যধর্ম্মের নিয়ম ও গুরুবাক্য অক্ষরে অক্ষরে পালন করিতে পারিলেই সত্যধর্ম্মের প্রতি সত্যনিষ্ট সম্ভব।
আসুন আমরা গুরুর আদর্শে নিজের জীবন সত্যনিষ্ট করিয়া তুলি।
0 মন্তব্যসমূহ