গুরুর প্রতি বিশ্বাস সাধকের পরম প্রাপ্তি ঘটে। গুরুর বাক্য অক্ষরে অক্ষরে পালন করিতে পারিলেই অমৃত প্রাপ্তি হয়। গুরু কোনও কিছু আদেশ করিলে তাহা নির্বিচারে অম্লান বদনে করিতে হয়। কেন বা কি জন্য, ইহাও জিজ্ঞাসা করিতে নাই, করিলেই ভক্তির ব্যাঘাত সৃষ্টি হয়। ইহাতেই সাধকের পতন হয়।
তিনি আমার ভবিষ্যৎ বর্তমান ও অতীত জানেন আমার উন্নতির জন্য সদা নিয়োজিত তিনি যেভাবে বলিবে তাহা বিচার না করিয়াই করিতে হয়। যদি প্রয়োজন হয় তাহা হইলে তিনি অবশ্যই আমাকে অবগতি করাইবেন। আমার কোনও বিচারের প্রয়োজন নাই। ইহাতেই ভক্তি বৃদ্ধি হয়। ভক্তিতেই সাধকের মুক্তি। ইহাকেই নির্ভরতা কহে।
সত্যি সুখি হইতে চাও? গুরু নির্ভর জীবন বহ। দেখিতে পাইবে শেষে জীবন মধুময়। গুরুই সব আমি শূন্য তবেই পাবে মহা রত্ন।
ভক্তি রসে ভাসিলে সব অনায়াসে প্রাপ্তি ঘটে। বড়ো বড়ো জটিল সমস্যার সমাধান অনায়াসে প্রাপ্ত হয়।
প্রেমের সীমাবদ্ধ ভাব ভক্তি অতএব সাধক ভক্তি পার না করিতে নাপারিলে প্রেমের মহিমা কিছুই বুঝিতে পারিবে না। সুতরাং প্রেমিক হইতে চাও হে যদি ভক্তি রসে ডুবে দেখ দেখি, পাবে মহা অমৃত শান্তি।
0 মন্তব্যসমূহ