মহাত্মা নিবারণ নির্ধারিত শ্রাবণোৎসব।
৩১শে শ্রাবণ মহাত্মা নিবারণ সাতপাড় হইতে রওনা হইয়া কদমবাড়ী চলিয়া যান। এই তাঁহার প্রথম কদমবাড়ী পদার্পন হইল ১৩৫০ সালের ৩১ শে শ্রাবণ । পদার্পনের সঙ্গে সঙ্গেই একটী উৎসবের আয়োজন হইয়া যায়। এই দিনের স্মৃতিতে তাঁহারই আদেশে প্রতিবৎসর কদমবাড়ীতে শ্রাবণোৎসব ৩১ শে শ্রাবণ হইতে ১লা ও ২রা ভাদ্র এই তিনদিন ধরিয়া চলিতেছিল।
পঞ্চানন মণ্ডল মহাশয়ের উদ্যোগেই নিজ গৃহেই দির্ঘকাল এই উৎসব করিয়াছিলেন। শ্রীযুক্ত সখিচরণ বিশ্বাস এই অঞ্চলের বিশিষ্ট সৎ এবং মহাত্মা নিবারণের কৃপাধন্য ছিলেন। ১৩৫১ সালেও এই উৎসব কদমবাড়ীতেই হয়। মহাত্মার পৌঁছাইতে সামান্য দেরী হওয়ায় সেইদিন দীক্ষার্থীর ভীড় তেমনটী হয় নাই। তবে ১লা ও ২রা ভাদ্র ভীড় হইয়াছিল প্রচন্ড।
0 মন্তব্যসমূহ