ওঁং
সত্য-ধর্ম্ম
১। ধর্মসাধন কী ?
ধর্ম অর্থাৎ পথ; প্রকৃত পথ দেখিয়া ঈশ্বরের রাজ্যে গমন করাকে ধর্মসাধন কহে।
২। সাধনা কি? কিসের সাধনা, সাধনার প্রয়োজন কি ?
সাধনা শব্দের অর্থ অভ্যাস করা। গুণ সাধনাই ধর্ম্নার্থীর কর্ওব্য। যদিচ উপাসনা দ্বারাই গুণের বৃদ্ধি হয়, তথাচ যথোচিত অভ্যাস না করিলে, কখনই প্রকৃত রূপে গুণের উন্নতি হয় না। অতএব সাধনা অর্থাৎ গুণাভ্যাস নিতান্ত আবশ্যক।
গুন যথা— প্রেম, ভক্তি, সরলতা ইত্যাদি। যেমন কৃত পাপরাশির মধ্যে অগ্রে গুরুতর অর্থাৎ অধিকতর যাতনাদায়ক পাপগুলি হইতে মুক্তিলাভ করা কর্ওব্য। তদ্রূপ গুণসমূহের মধ্যে যে যে গুণ ক্রমে ক্রমে শ্রেষ্ঠ, ততসমুদয়ের অভ্যাস বিলোমক্রমে ( বিপরীত মতে) করিতে হইবে। যেমন ব্যঞ্জনবর্ণ শিক্ষা ক, খ,গ,ঘ ইত্যাদি ক্রমে ক্ষ পর্য্যন্ত করিতে হয়, গুণাভ্যাস সেরূপ নহে, উহা ক্ষ, হ, স, ষ, শ ইত্যাদি ক্রমে করা আবশ্যক।
অর্থাৎ যে গুণটী সর্ব্বাপেক্ষা শ্রেষ্ঠ ও কষ্টসাধ্য, তাহার অভ্যাস প্রথমে করিতে হয়, সুতরাং গুণসমূহের ক্রমের বিপরীতক্রমে অভ্যাস করা কর্ওব্য। গুণের মধ্যে যেটীর অধিকার অর্থাৎ ব্যাপকতা অধিক, তাহাকে শ্রেষ্ঠ কহা যায়। যথা- প্রেম ব্রক্ষ্মানণ্ড বিস্তীর্ণ, সুতরাং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম।
গুণসাধনার ফল গুণলাভ বা গুণবৃদ্ধি করা। গুণসাধনা হইলে প্রথমত, জগতের উপকারে সমর্থ হওয়া যায়। দ্বিতীয়ত ঈশ্বর-সৃষ্ট চেতন পদার্থের প্রতি প্রেম বিস্তার করিয়া অতুল আনন্দ উপভোগ করা যায় এবং অনন্ত গুণনিধান অনন্ত আনন্দময় পরমপিতার ক্রমশঃ নিকটবর্ত্তী হইয়া অনন্ত আনন্দ ও আত্ম-প্রসাদ লাভে চরিতার্থ হওয়া যায়। কতিপয় প্রধান প্রধান গুণ কিরূপে অভ্যাস করিতে হয়, তাহা সংক্ষেপে নিম্নে লিখিত হইল।
যেমন দোষের অননুশীলনই দোষ নিবারনের এক প্রধান উপায়, তদ্রূপ গুণের অনুশীলনই গুণবৃদ্ধির প্রধান উপায়।
প্রেম— পুরুষ সাধুশীলা স্ত্রীকে অবলম্বন এবং সাধুশীলা স্ত্রী সৎপুরুষ অবলম্বন করিয়া প্রেম - গুণাভ্যাস করিবেন। কারণ দাম্পত্য প্রেমই সর্ব্বপ্রেমের মূল। পুরুষ পুরুষকে এবং রমনী রমনীকে অবলম্বন করিয়া প্রণয় বা প্রেম অভ্যাস করিতে পারেন, কিন্তু তাহা অপেক্ষাকৃত কঠিন। করুণরস ও মমতা দ্বারা প্রেমের বৃদ্ধি হয়। করুণরসাত্মক গ্রন্থ পাঠ করিলে এবং আত্মাকে ( অন্য আত্মার সহিত) সমান অবস্হাপন্ন করিতে পারিলেও করুণরসের বৃদ্ধি হয়।
গর্ভধারিণী জননীর ও জন্মদাতা পিতার প্রতি ভক্তি করিয়াই ভক্তি লাভ সর্ব্বাপেক্ষা সহজ। এতদ্ভিন্ন অন্যান্য ভক্তিভাজনদিগের প্রতি ভক্তি করিয়াও ঈশ্বরভক্তিলাভে সমর্থ হওয়া যায়। অন্যান্য ভক্তিভাজন যথা --
সৎপথে পরিচালক গুরু ও আপন অপেক্ষা উন্নত ও বিবিধ উৎকৃষ্ট গুণসম্পন্ন আত্না।
একাগ্রতা— একাগ্রতাদ্বারাই একাগ্রতা জন্মে, অর্থাৎ পরমপিতার উপাসনায় যত একাগ্র হইতে চেষ্টা করিবে, ততই একাগ্রতার বৃদ্ধি হইবে। প্রেম ও ভক্তি লাভ হইলে একাগ্র হওয়া যায়। একাগ্রতা লাভ করিবার জন্য কত লোকে পানদোষাদিতে রত হয়, কিন্তু সেরূপ করা অতি গর্হিত। কতকগুলি লোক এই একটি গুণলাভ করিবার জন্য অন্যান্য বহুবিধ সদ্-গুণ বিনষ্ট করিয়া যোগসাধনে প্রবৃও হয়, কিন্তু তাহাও যে কর্ত্তব্য নহে, ইহা ইতঃপূর্ব্বে উল্লেখিত হইয়াছে।
ওঁং
— সত্যধর্ম্ম চতুর্থ পরিচ্ছেদ।

0 মন্তব্যসমূহ