কৃষ্ণ ত্রয়োদশী/ সকালে গুরু পূজা
গুরু প্রেমময় স্তব
প্রেমময় মধুরেণ সত্য নিধি,
গুরুনাথ দয়াগুণে মুক্তি বিধি।
তুমি সত্য প্রকাশিলে প্রেম গুণে,
তুমি হৃদয় রঞ্জন শান্তি বাণী,
অভয় দান কর মুক্তি ধ্বনি।
তুমি হে শিব আশ্রয় মঙ্গলময়,
সকলেরে ত্রাণ কর হে প্রেমময়।
তুমি অধমেরে কর গতি মুক্তি,
তুমি নাথ দয়াময় শুভ শক্তি।
সকালের অধিবেশন
সান্ধ্য অধিবেশন ।
নৈশ অধিবেশন।
এই রুপ ভাবে সকলে উপাসনা করবে।
শ্রেষ্ঠতাসূচক সঙ্গীত :৭ মিনিট
নির্ব্বেদ-জনক সঙ্গীত :৭ মিনিট
মনের প্রতি :৭ মিনিট
জনের প্রতি :৯ মিনিট
গুনকীর্ত্তণ :১:৩০মিনিট
স্বীয় পাপের উল্লেখ :৭ মিনিট
পাপ মুক্তিএবং গুণের জন্য প্রার্থনা :২০ মিনিট
ধ্যান :১০ মিনিট
কৃপাময় ও আনন্দময় স্তব :১০মিনিট
ধন্যবাদ ও প্রণাম :১৩ মিনিট
গুরু আহ্বান ১৫ মিনিট, এবং গুরু ধন্যবাদ ও প্রনাম ১৫ মিনিট।






0 মন্তব্যসমূহ