গুরু তুমি বিনা গতি নাই.....। এই গানটা হবে গুরুর কাছে পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা।
কৃপা করো কৃপা করো গুনো নিধে গুণী গুণমণি এই গান গুরুর কাছে গুনের জন্য প্রার্থনা।
সকালের অধিবেশন
সান্ধ্য অধিবেশন ।
নৈশ অধিবেশন।
প্রেমের অধিবেশনে যে গুরুদেবের ধন্যবাদ আছে তাহা হইবে না উহার পরির্ব্বতে "তোমার প্রেমে, পালিছ শ্রমে,...." গানটি হইবে। বসন্তোৎসবের অনুক্রমে আছে ১৩নং পৃষ্ঠায় আছে।
এই রুপ ভাবে সকলে উপাসনা করবে।
শ্রেষ্ঠতাসূচক সঙ্গীত :৭ মিনিট
নির্ব্বেদ-জনক সঙ্গীত :৭ মিনিট
মনের প্রতি :৭ মিনিট
জনের প্রতি :৯ মিনিট
গুনকীর্ত্তণ :১:৩০মিনিট
স্বীয় পাপের উল্লেখ :৭ মিনিট
পাপ মুক্তিএবং গুণের জন্য প্রার্থনা :২০ মিনিট
ধ্যান :১০ মিনিট
কৃপাময় ও আনন্দময় স্তব :১০মিনিট
ধন্যবাদ ও প্রণাম :১৩ মিনিট
গুরু আহ্বান ১৫ মিনিট, এবং গুরু ধন্যবাদ ও প্রনাম ১৫ মিনিট।






0 মন্তব্যসমূহ