প্রিয় সৎসতীগণ ---
সর্ব্বপ্রথমে জ্ঞাত করিতেছি যে, পুনরায় প্রবর্ত্তক গুরুদেবের করুণায় আপনাদের নিকট লিখিতে স্বক্ষম হইয়াছি। এই বিপদের দিনে জোটের বাঁধন দৃঢ় হওয়া একান্ত আবশ্যক।
আগামী মধূৎসব গোবরডাঙ্গার পরিবর্ত্তে, আদিষ্ট সাধক প্রবর্ত্তক গুরুদেবের গৃহে ১১,১২ ও ১৩ই এপ্রিল ২০২০ শনি, রবি ও সোমবার ব্যাপী অনুষ্ঠিত হইবে। ১০ই এপ্রিল শুক্রবার শুভ উদ্বোধন হইবে।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ই এপ্রিল পর্য্যন্ত সারা ভারত লক্-ডাউন করিয়াছেন, তাহার ফলে সৎসতীগণ উৎসবে আসিতে পারিবেন না। আমরা "গুরুনাথ সত্যধর্ম্ম মহামণ্ডল কেন্দ্র" হইতে কেহ চাই না যে, কোন সৎসতী লক্-ডাউন ভঙ্গ করিয়া মধূৎসবে উপস্থিত হন।
সুতরাং ঈশ্বর রনজিৎ হালদার একাই উৎসব শুরু করিবেন এবং তিনিই মধূৎসবের সকল কার্য্যক্রম সুচারুভাবে সুসম্পন্ন করিয়া যাইবেন।
সকল সৎসতীগণের প্রতি নির্দ্দেশ এই যে, আপনারা ৫ই এপ্রিল ব্যাগ গুছাইয়া প্রস্তুত থাকিবেন। যে দিন, যে সময়ে লক্-ডাউন সরকার তুলিয়া দিবেন, সেইদিন প্রবর্ত্তক গুরুদেবের গৃহে সকলে যাত্রা করিবেন। তাহাতে যাত্রার দিন উৎসবের শেষে দিন পার হইয়া গেলেও সকলের উপস্থিতি হইতে হইবে। কারণ সকলে পৌঁছানোর দিন হইতে তিনদিন উৎসব চলিবে।
দীনহীন অতি অধম সন্তান,
শ্রী অচিন্ত্য মণ্ডল
সভাপতি ২৫.০৩.২০২০
গুরুনাথ সত্যধর্ম্ম মহামণ্ডল কেন্দ্র।
গুরুদেব বলিয়াছেন দেশের প্রধান যিনি তাঁহার কথা পালন করিতে হয়। আমাদের উহাই কর্ত্তব্য।
রাজা (অর্থাৎ প্রধান) যে আমাদিগের গুরু, তাহাতে কোন সন্দেহ নাই। শাস্ত্রকারেরা বলেন যে, "অষ্টাভিশ্চ সুরেন্দ্রাণাং মাত্রাভি নির্ম্মিতো নৃপঃ।" অর্থাৎ রাজা অষ্টদিক্ পালের অষ্টমাত্রায় নির্ম্মিত হইয়াছেন। বস্তুতঃও যাঁহার প্রতি ভগবান্ কোটি কোটি মানবের উল্লিখিত ভার প্রদান করেন, তিনি সামান্য লোক নহেন। সেই ভগবন্নির্দ্দিষ্ট মহাপুরুষ যে ভক্তিভাজন ও গুরুপদ-বাচ্য, তদ্বিষয়ে সংশয় করার কোনও কারণ নাই।
অভিনিবেশ সহকারে বিচার করিলে প্রতীতি হইবে যে, যাঁহারা আমাদিগকে অসৎপথ হইতে নিবৃত্ত করিয়া সৎপথে পরিচালিত করেন, যাঁহারা আমাদিগের উন্নতি-সাধনে নিরন্তর ব্যাপৃত, সুতরাং যাঁহারা আমাদিগের ভক্তিভাজন, তাঁহারাই গুরু বলিয়া অভিহিত। রাজাও আমাদিগকে অসৎপথ হইতে নিবৃত্ত ও সৎপথে পরিচালিত করিতেছেন এবং আমাদিগের উন্নতির জন্য বিবিধ অনুষ্ঠানে নিরন্তর ব্যাপৃত রহিয়াছেন, সুতরাং রাজা আমাদিগের ভক্তির পাত্র ও গুরুজন। এ কারণ রাজার প্রতি ভক্তি ও বিশ্বাস করা অবশ্য কর্ত্তব্য। রাজভক্তি না থাকিলে অনন্ত জগতের রাজা জগদীশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস করা অসাধ্য।
— ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত।

0 মন্তব্যসমূহ