সত্যধর্ম্মের সার কি ?
সত্যধর্ম্মের বিষয়ে মুখবন্ধে ও প্রথম পরিচ্ছেদে যাহা লিখিত হইয়াছে, তাহাতেই এ ধর্ম্মের মত প্রকাশিত হইয়াছে। এক্ষণে উহার সার অংশ লিখিত হইতেছে।
(ক) মানব জন্মের সার্থকতা সম্পাদন ।
(খ) জীবাত্মার বিনাশসাধন বা পরমআত্মার
জীবাত্ববিনাশ সাধন ।
(গ) ভগ্নাংশের অখণ্ড আকারে পরিবর্ত্তন সাধন।
(ক) যখন মানুষ প্রেমানন্দময় পরমপিতার প্রেম-সুধাপানে আনন্দসাগরে মগ্ন হয়, তখনই মানব জন্মের সার্থকতা সম্পাদিত হয়।
(খ) পাপমুক্ত হইলেই জীবত্ববিনাশ সাধন হয়।
(গ) উপরি-উক্ত অবস্থাদ্বয়ের পরে, যখন দেহাবচ্ছিন্ন পরমআত্মার জীবত্ব ধ্বংস হইল, অথচ পূর্ণতা হইল না, তখন তিনি ক্রমশঃই পূরণস্বরূপ অনাদি অনন্তের নিকটবর্ত্তিতা লাভ করিতে প্রবৃত্ত হন, অর্থাৎ ক্রমশঃই পূর্ণত্ব পাইতে থাকেন। ইহাকেই ভগ্নাংশের অখণ্ড আকারে পরিবর্ত্তন সাধন শব্দে নির্দ্দেশ করা হইয়াছে ।
এস্থলে ইহা অবশ্য বক্তব্য যে, ঐরূপে আত্মা উন্নতি লাভ করিয়া অনন্তকালেও স্বপ্রযত্নে পূর্ণ পূর্ণত্ব পাইতে পারে না। মনে কর, উল্লেখিত গুণসম্পন্ন আত্মা যেন ৯ হইতে অনন্তকাল উন্নতি দ্বারা ক্রমশঃ '৯৯, '৯৯৯, '৯৯৯৯ ইত্যাদি রূপে '৯ হইল। কিন্তু উহাও যে ১ হইতে ক্ষুদ্রতর, তাহার প্রমাণ এই -
১'০০০০০০
'৯৯৯৯৯৯...........ইত্যাদি অনন্ত সংখ্যাক।
––———————————————
'০০০০০০ [ইত্যাদি (অনন্ত -১) সংখ্যক শূন্য] ১
— সত্যধর্ম্ম দ্বিতীয় পরিচ্ছেদ।

0 মন্তব্যসমূহ