সত্যধর্ম কাহাকে কহে ?
যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল-অনন্তকাল বিদ্যমান ছিল, আছে থাকিবে; যে ধর্ম সত্য অর্থাৎ বিষয় সমূহে পরিপূর্ণ; যে ধর্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরম পিতার একমাত্র অভিপ্রেত এবং যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাহাকেই সত্যধর্ম কহে।
পরমপিতা স্বীয় অংশ জড় জগতের সহিত সংযুক্ত করিয়াছেন, এই সংযুক্ত তদীয় অংশকে জীবাত্মা কহে। জীবাত্মার চতুর্দ্দিকে যে সমস্ত বিষয় আছে, তৎসমুদায় পাপ ও পুণ্যে মিশ্রিত, জীবাত্মার কত্তব্য এই যে স্বয়ং নিস্পাপ হইয়া, ঐ সমস্ত বিষয়ের পাপাংশ যাহাতে স্পর্শ না করে, কেবল পুণ্য অংশ যাহাতে তিনি লাভ করিতে পারেন, এরূপ পথে নিয়ত গমন করেন। এই পথ জগতে আর নাই, সতধর্ম্ম ভিন্ন এ পথ কেহ কখনও দেখায়ও নাই এবং দেখাইবার কাহারও শক্তিও নাই। এই পথ লাভের উপায় ঈশ্বরের উপাসনা ও গুণ সাধন। ( এই দুইটি বিষয় পশ্চাৎ ৩য় ও ৪র্থ পরিচ্ছেদে বর্ণিত হইবে।)
- সত্যধর্ম্ম প্রথম পরিচ্ছেদ।

0 মন্তব্যসমূহ