উপাসনা জীবনের প্রধান অঙ্গ।
যেমন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হইলে এক মূহুর্ত্তেও জীবিত থাকিতে পারে না। তেমনই আত্মার খাদ্য গুণ, সেই গুণের অভাবে মানব মনুষ্যত্ব পরিনত হইতে পারে না। এবং মনুষ্যত্ব হইতে দেবত্বে ও দেবত্ব হইতে ঈশ্বরত্বে পরিনত হইতে পারিতেছে না। কারণ একটাই গুণকীর্ত্তনের অভাবে জীবিত থাকিয়াও মৃতপ্রায় হইয়া পশু হইতেও নিকৃষ্ট জীবন যাপন করিতেছে।
0 মন্তব্যসমূহ