গুরুদেবের লাঠি।



       গুরুদেবের লাঠি।

    লাঠির ইতি কথা- 

    মহাত্মা গুরুনাথ বিশ্রাম করিতেছেন। ঘরের এককোনে দাঁড় করিয়া রাখা তাঁহার লাঠিখানা আপনা হইতে একবার এদিক আবার ওদিকে যাতায়াত করিতেছে, মাঝে মাঝে এক প্রকার ভঙ্গী করিয়া নাচিতেছে। উপস্থিত সকলেই একটু সচকিত হইলেন। মহাত্মা অল্প হাসিয়া কহিলেন,- "আজ নিবারণের দীক্ষা হইল। পারলৌকিক মহাত্মারা একটু আনন্দ করিতেছেন। ভয় পাবার মত কিছুই নয়।"

   এই সেই লাঠি।

   এই লাঠি এতটাই ছোট এবং এতোটাই সরু যে ইহাতে ভর দেয়া যায় না, এই লাঠিটাই গুরুদেবের হাতে মাঝে মাঝে থাকতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ