ধন্য ভারত। ধন্য আত্মোন্নতীর পীঠস্থান।




   ধন্য ভারত। ধন্য আত্মোন্নতীর পীঠস্থান।

   রাজা যে আমাদিগের গুরু, তাহাতে কোন সন্দেহ নাই। শাস্ত্রকারেরা বলেন যে, "অষ্টাভিশ্চ সুরেন্দ্রাণাং মাত্রাভি নির্ম্মিতো নৃপঃ।" অর্থাৎ রাজা অষ্টাদিক্-পালের অষ্টমাত্রায় নির্ম্মিত হইয়াছেন। বস্তুতঃও যাঁহার প্রতি ভগবান্ কোটি কোটি মানবের উল্লিখিত ভার প্রদান করেন, তিনি সামান্য লোক নহেন। সেই ভগবন্নির্দ্দিষ্ট মহাপুরুষ যে ভক্তিভাজন ও গুরুপদ-বাচ্য, তদ্বিষয়ে সংশয় করার কোনও কারণ নাই। অভিনিবেশ সহকারে বিচার করিলে প্রতীতি হইবে যে, যাঁরারা আমাদিগকে অসৎপথ হইতে নিবৃত্ত করিয়া সৎপথে পরিচালিত করেন, যাঁহারা আমাদিগেরর উন্নতি-সাধনে নিরস্তর ব্যাপৃত, সুতরাং যাঁহারা আমাদিগের ভক্তিভাজন, তাঁহারাই গুরু বলিয়া অভিহিত। রাজাও আমাদিগকে অসৎপথ হইতে নিবৃত্ত ও সৎপথে পরিচালিত করিতেছেন এবং আমাদিগের উন্নতির জন্য বিবিধ অনুষ্ঠানে নিরন্তর ব্যাপৃত রহিয়াছেন, সুতরাং রাজা আমাদিগের ভক্তির পাত্র ও গুরুজন। এ কারণ রাজার প্রতি ভক্তি ও বিশ্বাস করা অবশ্য কর্ত্তব্য। রাজভক্তি না থাকিলে অনন্ত জগতের রাজা জগদীশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস করা অসাধ্য। 

         -ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ