

২৯এ অগ্রহায়ণ ১৪২৬ সোমবার, ইং- ১৬ই ডিসেম্বর ২০১৯, কৃষ্ণ চতুর্থী
নির্মল গুণ
যে গুণ কোমল রূপে বিরাজমান ও সদা সর্ব্বদা প্রকাশ্যমান তাহাই নির্ম্মল, যে গুণে সকল অশান্তি নাশে পরম শান্ত স্বভাবে সমস্ত কার্য্য সিদ্ধি হয় এবং ধৈর্য্য গুণেই মূল অবস্থান, যে গুণ দর্শনে তীব্রমনে চঞ্চলচিত্ত প্রশমিত রূপ ধারণ করে, যে গুণে ঐ গুণের ভাজনের অভেদ ভাব বর্ধন করে ও অভিনব আনন্দ রসময় ভাবের উদয় হয়। যে গুণে অনন্ত সুখ বৃদ্ধি জীবনের মহাব্রত বলিয়া প্রতীয়মান হয় তাহাকেই নির্ম্মল গুণ কহে। যে গুণের স্মরণে দোষালেশ শূন্য প্রতীয়মান হয় এবং যে গুণের প্রভাবে মনের কলুষকালিমা দূরিভূত করিয়া বিমল আত্মপ্রসাদ লাভে ভূষিত হয়, তাহাকেই নির্ম্মল গুণ কহে।
- আদিষ্ট নিরুপম।
0 মন্তব্যসমূহ