সরলতা মহান গুণ।



         🍁   সরলতা  🍁

   "সরলতা" গুণটি সরল গুণ বলে। এই গুণ অলয়শীল কোমল হয়। কপটতা বিহীন ভাবকেই সরলতা জানে সজ্জন সকলে। মনের ভেতর এক বাক্য কিন্তু বিষয় বলেন অন্য রূপে তাহা প্রকাশ করেন যিনি, শব্দবিদ্ গুণীজন উহা বলে কপটতা। সরলতা দুই প্রকার প্রথমটি "স্বভাবজ" দ্বিতীয়টি "সাধনা লব্ধ সরলতা, এই দুইটি উৎকৃষ্ট । কেহ যদি ছলনায় কথা বলে তাহা যদি সত্য বলে মনে করে, এইরূপ ব্যাক্তি "স্বভাবজ" জানে গুণীগন। যার সাংসারিক ছলনাতে মন নাই এইরূপ মনের মানুষকেই সরল বলে এবং এইরূপ সরল ব্যাক্তিকে নির্ব্বোধ উপাধি পাইতে হয়। কিন্তু কেহ যদি কপটতা-যুক্ত তীক্ষ্ণবুদ্ধির হয়, তবু সে দুরাত্মা পাপিষ্ঠই হয়। এই রূপ বুদ্ধিমানের চেয়ে নির্ব্বোধ জন গুণাধিক, ধর্ম্মাচারী, সুপুণ্য-ভাজন। মহাত্মারা মনে, বাক্যে, কর্ম্মে এক ভাবে রয় কিন্তু দুরাত্মানিচয় তাহা নয়। নিতিবেত্তা, ধর্ম্মবেত্তা ও শাস্ত্রবেত্তা সকলেই এক বাক্যে ইহা স্বীকার করেন। সাধনালব্ধ সরলতা লাভ করিলে মনে সুপ্রশস্ত ভাব রহে অনুক্ষণ। এই প্রথম গুণরত্ন আত্মায় জন্মিলে বহুদোষ বিনিবৃত্তি তৎক্ষণাৎ মিলে। এই মহারত্ন সরলতা লাভ করিতে হইলে পরিপূর্ণ সত্যে আসক্তি নিত্য প্রয়োজন অতএব এই সাধনার ফলেই সরলতা লাভ হয় গুণী গণে বলে। প্রেম ভক্তি আদি গুণ লাভ করিতে যেমন, তেমনই ইহার মধ্যে একটি ভাজনের প্রয়োজন। ইহার মধ্যে যে পাত্র প্রেম সাধনা গ্রহণ করে সেই উত্তম।