১৭২তম জন্মোৎসবে গুরু বরণ।






       ভক্তিতেই সাধকের মুক্তি

     এই প্রথম গুরুদেব যেভাবে বরণের মাধ্যমে প্রণাম করিতে বলিয়াছেন তাহা ১৭২তম জন্মোৎসবে সর্ব্ব প্রথম পূর্ণাঙ্গ ভাবে ভক্তি সহযোগে গুরু বরণ পালিত হইল। এখন হইতে আমরা এই আয়োজন আরও ভক্তি সহকারে করিতে চেষ্টা করিব। এই ভাবেই ভক্তি করিতে হয়। গুরুদেব সাধনা খন্ডে লিপিবদ্ধ করিয়াছেন।