সূক্ষ্ম জগৎ দর্শন।



       সূক্ষ্ম জগৎ সূক্ষ্ম জগৎ দর্শনীয়

      নিত্য উপাসনা ও গুরুতে ভক্তি অর্থাৎ গুরু যাহা যেমন ভাবে কার্য্য করিতে বলিয়াছেন তাহা তেমনই ভাবে করিতে পারিলে অতি সহজেই সূক্ষ্ম দর্শন সম্ভব।

    গুরু বাক্য লঙ্ঘন পাপ আর অলঙ্ঘনীয় পুন্য ইহা ভিন্ন কিছু নাই। অতএব গুরুবাক্যে অটল বিশ্বাস থাকা একান্ত কর্ত্তব্য, তাহা হইলেই কার্য্য সিদ্ধ হয়। 

    গুরু বাক্যে দোষগুণ বিচার করিতে নাই তাহা হইলেই পতন হয়। গুরু যখন যাহা বলিবেন তখনই তাহা করিতে হয়। সকলে যাহাকে পাপ বলে গুরু যদি তাহা করিতে বলেন এবং সকলে যাহাকে পবিত্র বলে, তাহাও যদি নিষেধ করেন তিনি তাহা বিচার না করিয়া অম্লান বদনে প্রফুল্ল মুখে তাহা করিতে হয়। কেননা গুরু আমার ভক্তি মার্গের মঙ্গলকারিনী তিনি আমার অন্তরে আছেন ও বাহিরে আছেন আমার ভবিষ্যৎ জানিয়াই নির্দ্দিষ্ট উপদেশ প্রদান করেন সুতরাং আমার বিচার করার অধিকার থাকে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ