ওঁং
২৯ কার্ত্তিক ১৪২৬ শনিবার ১৬ নভেম্বর ২০১৯
তিথি কৃষ্ণ চতুর্থী
****করুণা গুণের ধ্যান****
যে গুণে পাপ হইতে মুক্তি লাভ করিয়া সুবিমল আত্মপ্রসাদ লাভ করা যায় তাহাকে করুণা গুণ বলে ।যে গুণে লক্ষ লক্ষ মহাপাতক এবং কোটি কোটি উপপাতক ক্ষণ মাত্রেই পাপ হইতে মুক্ত হইতে পারে তাহাকে করুণা গুণ বলে।যে গুণে অন্তরের অন্তঃস্থল হইতে সুবিমল করুণ রস সঞ্চারে অপরের সাহায্য করিবার হেতু মন ব্যাকুল হইয়া ওঠে তাহাকে করুণা গুণ বলে ।যে গুণের পরশে চঞ্চল চিত্ত চির শান্তিনিকেতনে পরিণত হয় তাহাকেই করুণা গুণ বলে ।যে গুণ দুঃখকে সুখে পরিণত করে তাহাকেই করুণা গুণ বলে ।
২৯ কার্ত্তিক ১৪২৬ শনিবার ১৬ নভেম্বর ২০১৯
তিথি কৃষ্ণ চতুর্থী
****করুণা গুণের ধ্যান****
যে গুণে পাপ হইতে মুক্তি লাভ করিয়া সুবিমল আত্মপ্রসাদ লাভ করা যায় তাহাকে করুণা গুণ বলে ।যে গুণে লক্ষ লক্ষ মহাপাতক এবং কোটি কোটি উপপাতক ক্ষণ মাত্রেই পাপ হইতে মুক্ত হইতে পারে তাহাকে করুণা গুণ বলে।যে গুণে অন্তরের অন্তঃস্থল হইতে সুবিমল করুণ রস সঞ্চারে অপরের সাহায্য করিবার হেতু মন ব্যাকুল হইয়া ওঠে তাহাকে করুণা গুণ বলে ।যে গুণের পরশে চঞ্চল চিত্ত চির শান্তিনিকেতনে পরিণত হয় তাহাকেই করুণা গুণ বলে ।যে গুণ দুঃখকে সুখে পরিণত করে তাহাকেই করুণা গুণ বলে ।
- আদিষ্ট নিরুপম
