নির্মল গুণ।


জীবন সুন্দর, শান্ত যাহারা চায় তাহাদেরই ভোগ-লালসা ত্যাগে আত্মনীয়োগ করিতে হয়। আমরা সকলেই জাত গুণে আবদ্ধ সুতরাং উহার কবল হইতে উদ্ধার পাইতে সৎ গুরু কর্ত্তৃক আত্মোৎসর্গের মাধ্যম হইতে প্রকৃত গুণ লব্ধ করিতে পারি।
,